স্বরূপকাঠিতে অগ্নিকান্ডে ৬টি দোকান ভস্মীভুত

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে সংঘটিত এক অগ্নিকান্ডে মালামালসহ ৬টি দোকান ভস্মীভুত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩০ লক্ষ টাকা বলে জানাগেছে। গতকাল বুধবার দুপুর ১ টার দিকে উপজেলার পশ্চিম সোহাগদল ( এন ডব্লিউ) এলাকায় আলিম সুপার মার্কেটে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ জানান ঐদিন দুপুরে আলিম মার্কেটের কাইয়ুম টেলিকমের দোকানে আগুন দেখে জনৈক ব্যবসায়ী ডাক চিৎকার দিলে এলাকাবাসি অকুস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। ইতোমধ্যে আগুনের লেলিহান শিখায় সিরাজের টেলিকম,ইসরাফিলের মুদি দোকান,আলিমের রড সিমেন্টের দোকান,বাচ্চু মিয়ার ফার্মেসী,কাইয়ুমের টেলিকম ও লিটনের চায়ের দোকান মালামালসহ ভস্মীভুত হয়। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী সুত্র জানায়।বৈদ্যুতিক শর্ট সার্কিট অগ্নিকান্ডের কারণ বলে ব্যবসায়ীদের ধারনা।খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা অকুস্থলে আসার পুর্বে এলাকাবাসি প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।