স্বরূপকাঠিতে সবজি ও ফল বাজারজাত বিষয়ক সেমিনার

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে সবজি ও ফল বাজারজাত বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ইন্টারন্যাশনাল ফার্টিলইজার ডেভেলভমেন্ট সেন্টারের (আইএফডিসি) আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সবজি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিকরণ (এ ভি পি আই) প্রকল্পের আওতায় ওই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আবুল হোসেন তালুকদার, প্রধান বক্তা ছিলেন ইন্টারন্যাশনাল ফার্টিলইজার ডেভেলভমেন্ট সেন্টারের এশিয়ার উপ পরিচালক ইসরাত জাহাঁ। উপজেলা কৃষি অফিসার মো. রিফাত সিকদারের সভাপতিত্বে ব্যানবেইস ক¤িপউটার ল্যাব মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিপনন কর্মকর্তা আঃ মান্নান হাওলাদার, প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আফজাল মাহমুদ হোসইন,জেন্ডার স্পেশালিষ্ট মাহমুদা আক্তার খান,ফিল্ড কো অর্ডিনেটর শরিফুল আমিন মনি,জুনিয়র হর্টিকালচারিষ্ট মো.ইকবাল হোসইন ও সবজি ব্যবসায়ী নিশিত মিস্ত্রী প্রমুখ। অনুষ্ঠানে এনজিও কর্মকর্তা, উপসহকারি কৃষি কর্মকর্তা, সবজি ও ফল ব্যবসায়ী,কৃষক – কৃষানীরা অংশ নেয়।