পিরোজপুরে হত্যা চেষ্টা মামলায় তিনজনকে সাত বছরের কারাদন্ড

0
(0)

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক দম্পতিকে আহত করার ঘটনায় তিনজনের সাত বছরের কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড। সোমবার (০৯ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ সাজা দেন। সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, মঠবাড়িয়া উপজেলার আমুরবুনিয়া গ্রামের ওহাব আলীর ছেলে জাকির হোসেন পাকিস্থান (৪০) ও তার ভাই মো. আইউব আলী টিক্কা (৩৮) এবং একই গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে হোচেন হাওলাদার। মামলার বিবরনী সূত্রে জানা যায়, ২০১১ সালের ৮ আগস্ট পারিবারিক বিরোধের জের ধরে দিনগত রাত ১টায় আসামীরা মামলার বাদী মনিরুজ্জামান মন্টু ঘরে সিঁধ কেটে ঢুকে হত্যার উদ্দেশ্য বাদীকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে বাদীর মাথার ডান পাশের চোখের কোনায় ও ডান হাতে গুরুতর জখম হয়। বাদীর স্ত্রী সালমা বেগম উদ্ধার করতে গেলে তাকে মারপিঠ করে। এ সময় বাদীর স্ত্রী টর্চ জালিয়ে আসামী চিনতে পায়। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা উদ্ধার করতে আসলে আসামীরা পালিয়ে যায়। এ ঘটনায় মনিরুজ্জামান বাদী হয়ে তিনজের বিরুদ্ধে মামলা করেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.