আগৈলঝাড়া ঐতিহ্যবাহী লক্ষ্মী দশহরা ও মেলা অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধি॥
বরিশালের আগৈলঝাড়ায় শ্রী শ্রী লক্ষ্মী পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী লক্ষ্মী দশহরা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার আগৈলঝাড়া পূজা উদযাপন পরিষদের আয়োজনে উপজেলা সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে শ্রী শ্রী লক্ষ্মী দশহরা ও মেলা অনুষ্ঠিত হয়। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে প্রতিকুল আবহাওয়াকে উপেক্ষা করে নারী-পুরুষ, শিশু-কিশোর, বয়স্ক সহ সকল ধর্মের মানুষের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মেলা প্রাঙ্গন। দশহরা ও মেলা উপভোগ করতে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ছিল সরগরম উপস্থিতি। মেলা উপলক্ষে নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্র, কাঠের তৈরি আসবাবপত্র, সৌখিন ও বাহারী খেলনার হরেক রকমের পশরা সাজিয়ে বসেছিল দোকানিরা।
প্রতি বছর লক্ষ্মী দশহরা উপলক্ষে আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিমা নিয়ে ঢাক, বাঁশী ও বিভিন্ন বাদ্য-বাজনার তালে নেচে গেয়ে পুরো মেলা প্রাঙ্গন মাতিয়ে তোলেন পূজারীরা। এ সময় আগৈলঝাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষক সুনীল
কুমার বাড়ৈ’র সভাপতিত্বে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের স্বাধীনতা মঞ্চে বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ এর সমন্বয়ক আবু সালেহ্ মোঃ লিটন সেরনিয়াবাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রাজ্জাক মোল্লা, আওয়ামীলীগ নেতা গিয়াস মোল্লা, বরিশাল জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এ্যাড. রনজিৎ কুমার সমদ্দার, বরিশাল জেলা পরিষদ সংরক্ষিত সদস্য পেয়ারা ফারুক বখ্তিয়ার, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাাপ্ত অধ্যক্ষ এসএম হেমায়েত উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, কৃষকলীগ সাধারণ সম্পাদক রমনী কান্ত সরকার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার,
সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সাবেক ভিপি তমাল বাড়ৈ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপুল দাস প্রমূখ। দশহরায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।