প্রকৃতির ভারসাম্য রক্ষায় আগৈলঝাড়ায় খেজুর বীজ রোপন

প্রকৃতির ভারসাম্য রক্ষায় আগৈলঝাড়ায় ১লাখ খেজুর বীজ রোপন
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
প্রকৃতির ভারসাম্য রক্ষার মাধ্যমে বৈরী জলবায়ু মোকাবেলায় আগৈলঝাড়ায় স্থানীয় সড়ক ও মহাসড়কের পাশে ১লাখ খেজুর গাছের বীজ রোপন করা হয়েছে।
উপজেলা বন বিভাগের উদ্যোগে শনিবার সকালে আগৈলঝাড়া-ঢাকা, আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে ফুল্লশ্রী বাইপাস এলাকায় খেজুর গাছের বীজ রোপনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বনায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।