শিশুদের কলকাকলীতে জেগে উঠে প্রকৃতি

শিশুদের কলকাকলীতে জেগে উঠে প্রকৃতি
মোঃ আহছান উল্লাহ:
জ্ঞানের আলো জ্বলতে শুরু করেছে নিভৃত পল্লীতে গড়ে উঠে শিশু শিক্ষার অনন্য এই প্রতিষ্ঠান. চাঁদপুর সদরের লক্ষ্মীপুর গ্রাম. আর এখানেই শিশুদের জন্য গড়ে তোলা হয়েছে এমন দৃষ্টিনন্দন নির্মাণ শৈলীর এই স্থাপনা. ভিন্নমাত্রার শিশুবান্ধব এই পরিবেশটি দেখতে ছুটে আসছেন এখন অনেকেই. দোতলা শিক্ষা ভবনে প্রবেশ করতেই হাতে ডান পাশে রয়েছে, নানা কারু কাজের সৌন্দর্যমণ্ডিত একটি মসজিদ. এর অন্যপ্রান্তে শিশুদের খেলার মাঠ. তার পূর্বদিকে, লুকোচুরি খেলার বিশেষ কক্ষ. আছে শহীদ মিনারও. আর খেলার মাঠে তো আছেই. মূল ভবনটি ইট কনক্রিটের হলেও কাঠ এবং নানা রঙের ঢেউটিন ব্যবহার করা হয়েছে. শ্রেণিকক্ষ অনেকটা খোলামেলা. তবে দিনের চেয়ে রাতে আরো রঙিন হয়ে উঠে. তখন রঙিন বাতির ঝলকানিতে একটা ভিন্নমাত্রায় ফিরে আসে চাঁদপুরের শাহাবুদ্দিন স্কুল এন্ড কলেজ.