স্বরূপকাঠিতে উপ নির্বাচনে স্বপন সরদার বিজয়ী

 

স্বরূপকাঠিতে উপ নির্বাচনে স্বপন সরদার বিজয়ী
হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠির সোহাগদল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে অনুষ্ঠিত উপ নির্বাচনে আ.লীগ দলীয় প্রার্থী মো. স্বপন সরদার (মোরগ) প্রতীকে ৬০৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মো. জহিরুল হক দুলাল (তালা) প্রতীকে পেয়েছেন ৪৪৮ ভোট। নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৬৩৬ জন ভোটার ভোট প্রদান করেন। উপজেলা সহকারি প্রোগ্রামার ইউআইটিআরসিই, ব্যানবেইস মো. বিল্লাল হোসেন নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।