ইম্প্যাক্ট জীবনতরী ভাসমান হাসপাতাল এখন স্বরূপকাঠিতে

ইম্প্যাক্ট জীবনতরী ভাসমান হাসপাতাল এখন স্বরূপকাঠিতে
হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
চিকিৎসা সেবা দিতে স্বরূপকাঠিতে নোঙর করেছে ইম্প্যাক্ট জীবনতরী ভাসমান হাসপাতাল। বৃহস্পতিবার উপজেলার ছারছীনা এলাকার সন্ধ্যা নদীতে হাসপাতালটি নোঙর করে। হাসপাতালের প্রশাসক মো. আলাউদ্দিন জানান, স্বরূপকাঠি ,বানারীপাড়া, উজিরপুর, কাউখালীসহ আশেপাশের বিভিন্ন অঞ্চলের মানুষের আহ্বানে তৃতীয় বারের মত স্বরূপকাঠিতে এ আগমন। হাসপাতালে সব শ্রেনী পেশার মানুষ স্বল্প খরচে চিকিৎসা সেবা নিতে পারবেন। এখানে চক্ষু,নাক-কান-গলা, ঠোটকাঁটা, তালুকাঁটা, প্লাষ্টিক সার্জারী, বিকলঙ্গ রোগীদের সহায়ক সামগ্রী, অর্থপেডিকসসহ হাত-পা বাঁকা রোগীদের চিকিৎসা দেওয়া হবে। জটিল রোগী হলে বা অপারেশনের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকা থেকে চলে আসেন। ওই হাসপাতালে জটিল রোগী আনা নেওয়ার জন্য এ্যাম্বুলেন্স সার্বক্ষনিক প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়াও জরুরী প্রয়োজনে স্পীড বোট ও বিমানে (সি প্লেন) করে চিকিৎসকরা চলে আসবেন। আগামী তিন মাস হাসপাতালটি এখানে অবস্থান করবে তবে রোগীদের চাহিদা বৃদ্ধি পেলে সময় বাড়ানো হবে বলে জানান ওই কর্মকর্তা। প্রোগ্রাম এসিষ্ট্যান্ট মো.ইনামুর রহমান বাবু জানান, অবস্থানকালীন এই সময়ে হাসপাতালটির পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্বাস্থ্য সহকারি ও কমিনিউটি লিডারদের ধাত্রী, প্রতিবন্ধী ও বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন মেয়াদে প্রশিক্ষন দেয়া হবে। ইতিমধ্যে হাসপাতালটির নোঙরের খবর পেয়ে আশেপাশের এলাকার বহু রোগীরা সেখানে ভিড় জমাতে শুরু করেছেন। রোগীদের উপস্থিতিকে কেন্দ্র করে ওই এলাকায় খাবার হোটেলসহ বিভিন্ন পন্যের দোকান গড়ে উঠেছে।