আগৈলঝাড়ায় মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে ১জনকে কুপিয়ে জখম

আগৈলঝাড়া প্রতিনিধি॥
বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা সেবন ও মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে এক মাদকসেবীকে কুপিয়ে জখম করেছে অপর মাদকসেবী। গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের শিশির অধিকারীর ছেলে সাগর অধিকারীর (১৬) সাথে অশোকসেন গ্রামের নবীন হালদারের ছেলে সুমন হালদারের ইয়াবা সেবন ও মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে বাকবিতন্ডার এক পর্যায় সুমন ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে সাগর অধিকারীকে। এসময় স্থানীয়রা সাগরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।