সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
স্টাফ রিপোর্টার,গৌরনদী।
শিক্ষার মান উন্নয়ন কল্পে বুধবার সকালে বরিশালের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ’র সভাপতিত্বে বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম সরোয়ার।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ বাদশা সিকদার, মানিক লাল আচার্য্য, মোঃ শহিদুল ইসলাম, শক্তি বিশ্বাস, মোঃ আক্তারুজ্জামান সুমন, একেএম জিয়াউর রহমান, মাসুদা পারভীন, লিপি ফারহান, অভিভাবক, মোঃ ফরিদ সরদার, মোর্শেদা, নজমীন আক্তার, ফাতেমা আক্তার, বাদল সরদার প্রমুখ।