কমলগঞ্জে প্রবীণ রাজনীতিবিদ এড. মনির উদ্দিন আহমদের শোকসভা

কমলগঞ্জে প্রবীণ রাজনীতিবিদ এড. মনির উদ্দিন আহমদের শোকসভা
কমলগঞ্জ প্রতিনিধি
সিলেট আইন মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ, প্রবীণ রাজনীতিবিদ, সাম্রাজ্যবাদ-সামন্তবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসৈনিক এডভোকেট মনির উদ্দিন আহমদের স্মরণে এক শোকসভা রবিবার (২১ জুলাই) দুপুরে চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে কমলগঞ্জ উপজেলার শমসেরনগরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক শোক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের নেতা স্যামুয়েল বেগম্যান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক ডা. অবনী শর্ম্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা। সভার শুরুতে প্রয়াত রাজনীতিবিদ এড. মনির উদ্দিন আহমদ (৯৬) এর মৃত্যুতে তাঁর অসমাপ্ত কাজকে অগ্রসর করার প্রত্যয়ে শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চা-শ্রমিক সংঘের যুগ্ম-আহবায়ক হরি নারায়ন হাজরা, সুনছড়া চা-বাগানের পুষ্প কালিন্দী, রবীন্দ্র রবিদাস, মহিলা চা শ্রমিক ভানুমতি কর্মকার, চাতলাপুর চা বাগানের নারায়ন নাইডু, রাজনগর চা-বাগানের শ্রমিকনেতা নারায়ন গোড়াইত, মধু রজক, হেমরাজ লোহার, লংলা চা বাগানের সন্যাসী নাইডু, গণতান্ত্রিক মহিলা সমিতির মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি দেলোয়ারা বেগম, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহীন মিয়া, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল মিয়া, শ্রমিকনেতা মোঃ শাহজাহান আলী ও গিয়াস উদ্দিন প্রমূখ।