স্বরূপকাঠিতে ইলিশ শিকারের দায়ে ৩ জেলের জরিমানা

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিরোজপুরের স্বরূপকাঠির সন্ধ্যানদীতে ইলিশ শিকারের দায়ে রাজিব (২৬),রাজু (২৪) সাদেক (১৭) নামে তিন জেলের প্রত্যেককের নিকট ৩ হাজার করে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। স্বরূপকাঠি নৌ পুলিশ ফাড়ির এস আই মো. আসাদুজ্জামান হারুন জানান বৃস্পতিবার রাতে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ সন্ধ্যানদীতে যৌথ অভিযান চালানোর সময় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজবাড়ি এলাকায় ইলিশ শিকারের সময় ওই তিন জনকে আটক করা হয় । এ সময় প্রায় ১ হাজার মিটার অবৈধ কারেন্ট জব্দ করা হয় । শুক্রবার ঐ তিন জেলেকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করেন। পরে জব্দকৃত জাল পুড়ে ফেলা হয়।