আগৈলঝাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে
ফাইনাল খেলা অনুষ্ঠিত
। আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল ।
আগৈলঝাড়ায় বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে সরকারী শহীদ আব্দু রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে ছাত্রীদের খেলায় রাজিহার বনাম খাজুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ছাত্রদের মধ্যে নগড়বাড়ি বনাম নাঘিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় ট্রাইব্রেকারে ৩-২গোলে রাজিহারকে হারিয়ে শিরোপা জেতে খাজুরিয়া ও ১-০ গোলে নগড়বাড়িকে হারিয়ে নাঘিরপার বিজয়ী হয়।
খেলা পরবর্তী পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল হক তালুকদার, আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান বিপুল দাস, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার প্রমুখ। পরে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।