এশিয়ায় ছড়িয়ে পড়ছে সুপার ম্যালেরিয়া

আবদুল্লাহ আল নোমান বিশেষ প্রতিনিধিঃ সুপার ম্যালেরিয়া নামে এক ধরনের ম্যালেরিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এটি ব্যাপকভাবে ম্যালেরিয়া ওষুধ প্রতিরোধী। বিবিসিসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এ তথ্য দেয়া হয়।
‘সুপার ম্যালেরিয়া জীবাণুবাহী মশার মাধ্যমে ছড়িয়ে পড়া এই রোগ ২০০৮ সালে কম্বোডিয়ায় প্রথম ধরা পড়ে। এরপর থাইল্যান্ডের কয়েকটি অংশ ও লাওসে ধরা পড়ার পর এটি এখন দক্ষিণ ভিয়েতনামেও ছড়িয়ে পড়েছে।
ব্যাংককে কর্মরত দি অক্সফোর্ড ট্রপিক্যাল মেডিসিন রিসার্চ ইউনিটের গবেষকদল জানায়, আরোগ্য না হয়ে ওঠার বিপজ্জনক পর্যন্ত রয়েছে ম্যালেরিয়া।
গবেষকদের প্রধান অধ্যাপক আর্জেন দনদর্প বলেন, আমরা একে বড় ধরনের হুমকি বলেই ভাবছি।
বিশ্বে প্রতিবছর ২১ কোটি ২০ লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। রক্তচোষা মশার মাধ্যমে এর জীবাণু ছড়ায়। এটি শিশু মৃত্যুর একটি বড় কারণ।