ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গৌরনদীতে প্রতিবাদ সমাবেশ

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য’র উপর
সন্ত্রাসী হামলার প্রতিবাদে গৌরনদীতে প্রতিবাদ সমাবেশ
।স্টাফ রিপোর্টার,গৌরনদী ।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার সকালে বরিশালের গৌরনদীতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, সংবাদকর্মীদের বকেয়া বেতন-ভাতা আদায়ের লক্ষে আন্দোলন কর্মসূচী চলাকালে সম্প্রতি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য’র উপর দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার মালিক পক্ষের ভারাটে সন্ত্রাসীরা হামলা চালায়।
এ হামলার প্রতিবাদে ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গৌরনদী প্রেসক্লাব গতকাল বুধবার বেলা ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
গৌরনদী প্রেসক্লাব সভাপতি মোঃ আহছান উল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, গৌরনদী প্রেসক্লাব এর সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, প্রেসক্লাব এর সাধারন সম্পাদক এস.এম জুলফিকার, সাবেক সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, সহ-সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব, সাবেক সহ-সভাপতি এইচ,এম নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ আমিন মোল্লা, প্রচার সম্পাদক আমিনা আকতার সোমা, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি লুৎফর রহমান দীপ, সাধারন সম্পাদক মোনাছেফ মামুন, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার, মোঃ মহসিন খান, দপ্তর সম্পাদক শেখ রায়হান শাওন, সহ দপ্তর সম্পাদক জান্নাত আরা রাখি প্রমুখ।