স্বরূপকাঠিতে জিপিএ – ৫ পেয়েছে ১৮ জন ॥ ফজিলা রহমান মহিলা কলেজ শীর্ষে


স্বরূপকাঠিতে জিপিএ – ৫ পেয়েছে ১৮ জন ॥
ফজিলা রহমান মহিলা কলেজ শীর্ষে
হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে এবারের এইচএসসি পরীক্ষায় ১৮ জন শিক্ষার্থী জিপিএ – ৫ পেয়েছে। উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান ফজিলা রহমান মহিলা ডিগ্রী কলেজ থেকে ৮ জন ছাত্রী জিপিএ – ৫ পেয়ে ফলাফলে উপজেলার শীর্ষে রয়েছে। পাসের হার শতকরা ৮৮.৪৭। এছাড়াও সরকারি স্বরূপকাঠি কলেজ থেকে ৬ জন, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ থেকে ৪ জন শিক্ষার্থী জিপিএ – ৫ পেয়েছে। পাসের হার যথাক্রমে ৫৮.৩৮ ও ৬২.৬০। এদিকে আলহাজ¦ আব্দুর রহমান কলেজে পাসের হার শতকরা ৮৪.৮৫, রাজবাড়ি ডিগ্রী কলেজ ৭৬.৫৬, পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি বি এম কলেজ ৬৯.৭০ ও কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ ৫৮.১৬ ভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।