আগৈলঝাড়া সদর বাজারের ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

জয় রায়,আগৈলঝাড়া প্রতিনিধি॥
বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদর বাজারের ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আগৈলঝাড়া বাজারের টলঘরে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। বিশেষ অতিথি ছিলেন থানা থারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা, বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাস, ব্যবসায়ী হান্নান মোল্লা, শাহানুর হাওলাদার ধলা, ওমেদ আলী গিয়াস, জামাল সরদার প্রমূখ। ব্যবসায়ীরা তাদের বক্তব্যে বাজারে রাত্রিকালীন পাহারা ব্যবস্থার জোরদারসহ বাজারের অভ্যন্তরীন রাস্তা সম্প্রসারণ, ব্রিজ, ঘাটলা ও বাথরুম নির্মাণ, টিউবয়েল স্থাপন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ বাজারের সার্বিক উন্নয়নের দাবী জানান। প্রধান অতিথি তার বক্তব্যে পর্যায়ক্রমে বাজারের সকল সমস্যার সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন।