স্বরূপকাঠিতে মাদক ব্যবসায়ীর ৭ বছর সাজা


স্বরূপকাঠিতে মাদক ব্যবসায়ীর ৭ বছর সাজা
হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে সাগর মিত্র (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে সাত বছরের কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মমাসের কারাদন্ড দেওয়া হয়। রোববার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এ কারাদন্ড দেয়। সাগর মিত্র ঝালকাঠি সদর উপজেলার খেজুরা গ্রামের কেশব মিত্রের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩০ মে ডিবি পুলিশের একটি দল স্বরূপকাঠি উপজেলার আটঘর গ্রামে অভিযান চালিয়ে ১০০টি ইয়াবাসহ সাগর মিত্রকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই তাজউদ্দিন মানিক বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত শেষে সাগর মিত্র ও সুশীল বেপারির বিরুদ্ধে আদালতে চার্জশীট দেন। বিচারক আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। আভিযোগ প্রমাণিত না হওয়ায় সুশীল বেপারীকে বেকসুর খালাস দেওয়া হয়। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন ।