কমলগঞ্জে যায়যায়দিন পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জনপ্রিয় জাতীয় পত্রিকা দৈনিক যায়যায়দিনের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল(১৫ জুলাই) যায়যায়দিনের কমলগঞ্জ উপজেলা প্রতিনিধির আয়োজনে যায়যায়দিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যায়যায়দিন কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি কামরুল হাসানের সভাপতিত্বে ও সাংবাদিক নুরুল মোহাইমীনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি আব্দুল হান্নান চিনু। এসময় উপস্থিত ছিলেন প্রথম আলো প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু, সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, ভোরের ডাক প্রতিনিধি জয়নাল আবেদীন, নতুন দিন প্রতিনিধি আলমগীর হোসেন, সমাজকর্মী মিজানুর রহমান মিস্টার, ব্যবসায়ী রুমেল আহমদ, সাব্বির হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা যায়যায়দিনের দীর্ঘ ১৩ বছরের পথ চলা, সংবাদ পরিবেশন, বস্তুনিষ্ঠতা ও পাঠকমহলে পত্রিকার গ্রহণ যোগ্যতা সম্পর্কে আলোকপাত করেন। যায়যায়দিনের ভবিষ্যৎ পথ চলা আরো মসৃন হবে বলে এই প্রত্যাশা করেন বক্তারা।