গৌরনদীতে গাঁজাসহ দুই বিক্রেতা গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ দুই গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরন করে।
গৌরনদী মডেল থানার এসআই মোঃ সগীর হোসেন জানান, গোপন সুত্রে খবর পেয়ে সঙ্গীয় র্ফোস নিয়ে তিনি বুধবার রাতে উপজেলার কতুবপুর ও পিঙ্গলাকাঠী বাজারে পৃথক পৃথক ভাবে অভিযান চালান। এ সময় কতুবপুর বাজার থেকে ১০০ গ্রাম গাঁজাসহ উপজেলার বদরপুর গ্রামের মালেক মৃধার পুত্র সুমন মৃধা(২২)কে ও পিঙ্গলাকাঠী বাজার থেকে ১০০ গ্রাম গাঁজাসহ পার্শ্ববর্তী কালকিনি উপজেলার লক্ষীপুর গ্রামের জ্ঞানচন্দ্র শীলের পুত্র বিপ্লব চন্দ্র শীলকে (২৪) গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা গৌরনদী মডেল থানা পুলিশের তালিকাভূক্ত মাদক বিক্রেতা।