সবুজবাংলা ডেস্ক: কিম জঙ উনের উত্তর কোরিয়া মানেই অনেক গল্প কথা, অনেক রহস্য। কিম সেখানে কী করেন আর না করেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই, ধোঁয়াশারও। এই সবের মধ্যে একটা জিনিস জানা গেছে। রাজধানী পিয়ং ইয়ং-এর রাস্তায় সব মহিলা ট্রাফিক অফিসার খুব সুন্দরী, আর তাঁদের বিশেষ ভাবে বাছেন স্বয়ং কিম।বলতে গেলে নিজের হাতেই।

রাজধানীর রাস্তায় সব মোড়ে মোড়েই নীল ইউনিফর্ম পরা এই মেয়ে অফিসারদের দেখা মেলে। এরা সকলেই নাকি ডাকসাইটে সুন্দরী। কিম ঠিক করেছেন, এই মেয়েদের বয়স ১৬ থেকে ২৬-এর মধ্যে হলে তবেই চাকরি পাবে। এদের হাই স্কুল পাস হতে হবে। দেখতে শুনতে খুব ভালো হতে হবে। আর উচ্চতা হতে হবে অন্তত পাঁচ ফুট চার ইঞ্চি।

এখানেই শেষ নয়। এই মেয়েদের অবিবাহিত হতে হবে। বিয়ে করলে চলবে না। বিয়ে করলেই চাকরি খোয়াতে হবে। কিমের একুশে আইনে এই ব্যাপারে কোনো দয়ামায়া নেই। তবে সব শর্ত মেনে ঠিকঠাক কাজ করলে মাসিক মাইনে তিরিশ ডলার, সঙ্গে বিনা পয়সায় থাকার আর চিকিৎসার সুযোগ এবং পুরুষ ট্রাফিক অফিসারদের চেয়ে দিনে ৩০০ গ্রাম বেশি খাবার।

একটা কথা বলা হয়। এই সুন্দরী ট্রাফিক অফিসারদের জন্য পিয়ং ইয়ং শহরে কেউ জোরে বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটায় না। সব গাড়ি চালক এদের দেখতে এত ব্যস্ত থাকে, যে আপসেই গাড়ির গতি কমে যায়।দ্য ওয়াল