গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটর মেশিন দিলেন : আবুল হাসানাত আব্দুল্লাহ

 


স্টাফ রিপোর্টার:
সাধারন জনগনের চিকিৎসার কথা চিন্তা করে নিজস্ব তহবিল থেকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি জেনারেটর মেশিন দান করেন, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষন কমিটির আহবায়ক (পূর্ন মন্ত্রীর মর্যাদায়), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্।
রবিবার সকাল ১১ টায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনাটের মেশিন প্রদান অনুষ্ঠান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফতেহ আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি, উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন।
বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আর.এম.ও ডাঃ জয়নুল আবেদিন, মেডিকেল অফিসার মাহাবুব আলম মির্জা, গৌরনদী উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদকও গৌরনদী উপজেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ লুৎফর রহমান দীপ, সাধারন সম্পাদক মোনাসেফ মামুন, দপ্তর সম্পাদক শেখ রায়হান শাওন, সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগ সাধারন সম্পাদক শরীফ নাহিয়ান হোসেন রাতুল, পৌর ছাত্রলীগ সভাপতি মোঃ মিলন খলিফা প্রমূখ।