সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়


হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহ্নেওয়াজ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী, এম. এ রব্বানী ফিরোজ, শফিউল হক মিঠু, রেজাউল ইসলাম শামীম, ফয়সাল প্রিন্সসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের কাছে পুলিশ প্রশাসনকে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতার আহবান জানান।