আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজা সম্রাট মতিকে গ্রেফতার॥ হামলায় ডিবির দুই সদস্য আহত

0
(0)

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজা সম্রাট মতি সরদারকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় ডিবি পুলিশের উপর হামলা এবং হ্যান্ডক্যাপ ছিনিয়ে নেয় গাঁজা সম্রাট মতির লোকজন। এঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে এবং দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি’র ওসি সাহাবুদ্দিন চৌধুরী জানান, বুধবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের মজিবর সরদারের ছেলে চিহিৃত গাঁজা ও ইয়াবা ব্যবসায়ী মতি সরদারের কাছে ক্রেতা সেজে গাঁজা ক্রয় করতে যায় ডিবি পুলিশের এক সদস্য। এ সময় তাকে হাতেনাতে একশ পিচ ইয়াবা ও ৫০গ্রাম গাঁজাসহ আটক করে ডিবি পুলিশ সদস্য। গ্রেফতারের পরে মতিকে ছাড়িয়ে রাখতে ওই বাড়ির মহিলারা লাঠিসোটা নিয়ে ডিবি পুলিশের উপর হামলা চালিয়ে কনস্টাবল রফিকুল ইসলাম ও মিরাজ মিয়াকে গুরুতর আহত করে। এসময় ডিবি পুলিশের কাছ থেকে একটি হ্যান্ডক্যাপ ছিনিয়ে নেয় হামলাকারীরা। আহতদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরবর্তীতে আগৈলঝাড়া থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা ওই বাড়িতে অভিযান চালিয়ে মতি সরদারের ভাই মামুন সরদারের স্ত্রী চম্পা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়। তল্লাশী করে ওই রাতেই ডিবি পুলিশের হ্যান্ডক্যাপটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই আসাদুল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ও সরকারী কাজে বাধাঁ দেয়ার অভিযোগে আদালা দুটি মামলা দায়ের করেছেন, যার নং-৩ ও ৪ (৪-১০-২০১৭)। ওই মামলায় মতি সরদার ও তার ভাবী চম্পা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.