কমলগঞ্জে তিন দোকানে জরিমানা আদায়

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছবাজারের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ দোকানে জরিমানা করা হয়েছে। বুধবার (১০ জুলাই ) বেলা ২ আড়াইটায় এ জরিমানা করা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন থানার পুলিশ। অভিযানকালে ভানুগাছবাজারের মা ফার্মেসীকে ২ হাজার ৫ শত, শ্রী লক্ষী ফার্মেসীকে ১ হাজার, মেসার্স উজ্জল এলোমিনিয়াম ষ্টোরকে ১ হাজার ৫ শতসহ ৫ হাজার টাকা জরিমানা আরোপ আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, নিজেরা অতিরিক্ত দাম লিখে প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।