ইউটিউবে ঝড় তুলল আরজু – সানাইয়ের দিয়াশলাই

হযরত আলী হিরু ॥
মিউজিক ভিডিও দিয়াশলাই ঝড় তুলেছে ইউটিউবে। গত ২৯ জুন মিউজিক ভিডিওটির ট্রেলার প্রকাশিত হওয়ার পরে গত বৃহস্পতিবার এএ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত করা হয়। এ পর্যন্ত ভিডিওটির ভিউয়ার ১৩ লাখ ছাড়িয়ে গেছে। আইটেম ঘরানার এ ভিডিওটিতে এসময়ের জনপ্রিয় অভিনেতা আশিক আরজু ও অভিনেত্রী সানাই মাহবুব ছাড়াও চলচিত্রের খল অভিনেতা ডন, শিবাসানু ও তনুসহ আরও ৩০ জন শিল্পি অংশ নিয়েছেন। ভিডিওটির নির্মাতা এ কে আজাদ আর পরিচালনা করেছেন আনোয়ার সিরাজী । সুদীপ কুমার দীপের লেখা গানটিতে সুর ও সংগীত পরিচালনা করেছেন শামীম মাহমুদ আর ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর রাজ। ফিগার আমার দিশলাই,সারাদেশে এমন পিস নাই, নেশারই রঙে নানান ঢঙে, নাচ না আমার সঙ্গে, রূপে আমার আগুন জ¦লে, যৌবন সারা অঙ্গে এমন কথার গানটিতে কন্ঠ দিয়েছেন হালের জনপ্রিয় কন্ঠশিল্পি সাবরিনা সাবা। এ ব্যাপারে অভিনেতা আশিক আরজু এ প্রতিনিধিকে বলেন বড় বাজেটের এ গানটিতে আমি দর্শকের যে সাড়া পেয়েছি তাতে করে আমার উৎসাহ আরও বেড়ে গেল। আগামীতে আমি এর চেয়ে আরও ভাল কিছু দর্শকদের উপহার দিতে চেষ্টা করব। ইতিমধ্যে এ গানটি একদল চোরেরা চুরি করে তাদের চ্যানেলে চালাচ্ছে বলে অভিযোগ করেন এই অভিনেতা। এদিকে বরাবরের মত এই ভিডিওটিতেও সমালোচকরা পিছু ছাড়ছেনা সানাইয়ের তাদের মতে এটা একটা অশ্লিল ভিডিও। তবে সমালোচকদের এমন মন্তব্যকে উডিয়ে দিয়ে সাহসী অভিনেত্রী সানাই বলেন, এটা একটা আইটেম ঘরানার গান এসব গানে কিছুটা হট উত্তাপ ছড়াবেই তাই বলে এটাকে অশ্লিল বলার কোন সুযোগ নেই। আসলে ভিডিওটির ভিউয়ার দেখে যাদের মাথায় বাজ পড়েছে তারাই এমন সমালোচনা করছেন।