স্বরূপকাঠিতে দুর্নীতি দমনে জনসচেতনতাই মূখ্য বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
তরুন প্রজম্মের মাঝে সততা,নৈতিকতা,নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার স্বরূপকাঠির ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান ফজিলা রহমান মহিলা কলেজে ”দুর্নীতি দমনে জনসচেতনতাই মূখ্য” বিষয়ক এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন বরিশালের সার্বিক সহযোগিতায় ফজিলা রহমান মহিলা কলেজ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মো. শহিদুল ইসলাম বাহাদুর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহ আলম বাহাদুর,সম্পাদক মো. মহিবুল্লাহ,সদস্য মন্টু লাল কর্মকার ও হালিমুর রহমান শাহিন প্রমুখ। বিতর্ক বিষয়ের পক্ষে শিরিন,নুসরাত,তাসনিম ও অহনা এবং বিপক্ষে সেজুতি,তাজিন,জেরিন ও উম্মে জুরাইন যুক্তিতর্ক উপস্থাপন করেন। বিতর্কে পক্ষ দল বিজয়ী হয় এবং বিজিত দলের সেজুতি শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। অনুষ্ঠানে কবিতা,রচনা,দেশগান প্রভৃতি বিষয়ের ওপর প্রতিযোগিতা মুলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়।