আবিষ্কার হয়ে গেল এইচআইভি রোগ নিরাময়ের চিকিৎসা

 

 

সবুজবাংলা ডেস্কঃ আবিষ্কার হয়ে গেল এইচআইভি রোগ নিরাময়ের চিকিৎসা। কোনও ব্যক্তি যদি এই রোগে আক্রান্ত হন তাহলে চিকিৎসার মাধ্যমে তা সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। প্রাণঘাতী এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে বলে দাবি করেছেন আমেরিকার গবেষকদের একটি দল। উল্লেখযোগ্য বিষয় হল এই গবেষণার কাজে যুক্ত ছিলেন কেরলের এক মহিলা বিজ্ঞানী।
দীর্ঘ গবেষণার পরই এই সাফল্য মিলেছে। আবিষ্কার হয়েছে এইচআইভি রোগ সম্পূর্ণ নিরাময়ের চিকিৎসা। কেরলের যে বিজ্ঞানী এই গবেষকদের দলে ছিলেন তাঁর নাম ড:‌ সৌমি ম্যাথুজ। তাঁর আদি বাড়ি ত্রিশূরে। মার্কিন বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নেব্রাস্কা মেডিক্যাল সেন্টারের সদস্য। গোটা বিশ্ব যখন এই রোগ নিরাময় নিয়ে চিন্তিত তখন এই আবিষ্কার নিঃসন্দেহে যুগান্তকারি।
বিজ্ঞানী সৌমি স্নাতক পাশ করেছেন তালিপামব্রার স্যার সৈয়দ কলেজ থেকে। সেখানে তিনি বায়োটেকনোলজি নিয়ে স্নাতক হন। তারপর উচ্চশিক্ষা গ্রহণ করেন মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে। তারপর পোস্ট–ডক্টরাল রিসার্চ করেন নেব্রাস্কা বিশ্ববিদ্যালয় থেকে। গোটা গবেষণাটি রোগ নিরাময়ের প্রকাশ করা হয়েছে নেচার কমিউনিকেশন জার্নালে। আজকাল