বীর মুক্তিযোদ্ধা আ. মন্নান মল্লিকের রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

আগৈলঝাড়া প্রতিনিধি :
আগৈলঝাড়ায় বীর মুক্তিযোদ্ধা আ. মন্নান মল্লিকের রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আ. মন্নান মল্লিক (৬২) শুক্রবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার বিকেলে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান শেষে বাদ এশা জানাজার নাজের পরে নিজ বাড়িতে মরহুমের লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।