কমলগঞ্জে নানা আয়োজনে রথযাত্রা উৎসব

0
(0)


কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্টান জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। রথযাত্রা উপলক্ষ্যে বৃহস্পতিবার (৪ জুলাই) দূর্গাবাড়িতে ৯দিন ব্যাপী বিভিন্ন অনুষ্টানমালার আয়োজন করে রথযাত্রা উদযাপন পরিষদ। মঙ্গল আরতি, দর্শন আরতি, গীতা পরায়ন, মহাভোগরাগ, মহাপ্রসাদ বিতরণ, আরতি কীর্তন, সন্ধ্যা আরতি ছাড়াও রয়েছে আলোচনা সভা ও রথের বর্ণাঢ্য শোভাযাত্রা ছিলো। শেষের দিন উল্টো রথযাত্রা অনুষ্টিত হবে।

আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাসিক শ্রীগৌরবাণী সম্পাদক এডভোকেট কিশোরী পদ দেব (শ্যামল)। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মোহন চন্দ্র দেব। রথযাত্রা উৎসবের শুভ সুচনা করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ। এদিকে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য দামোদর মন্দির ও পতনঊষার রাধামাধব সেবাশ্রমে পৃথক দুটি রথযাত্রা বের হয়। রথযাত্রাটি রথেরটিলা মাঠ প্রদক্ষিণ করে স্ব স্ব মন্দিরে ফিরে যায়। শমশেরনগর কালীবাড়ি, মাধবপুর, আদমপুর, আলীনগর, ইসলামপুরসহ বিভিন্ন স্থানে রথযাত্রা শোভাযাত্রার খবর পাওয়া গেছে। আগামী ১২ জুলাই জগন্নাথদেবেরে উল্টো রথযাত্রা অনুষ্টিত হবে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.