স্বরূপকাঠির সাবেক ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দিনের স্ত্রী আর নেই

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠির সোহাগদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মো. আলফাজ উদ্দিনের স্ত্রী শিরিন বেগম (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……..রাজেউন)। বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামি, ১ মেয়ে ও ৪ ছেলে সহ অসংখ গুনগ্রাহী রেখে গেছেন। বৃৃহস্পতিবার আসর নামাজবাদ নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারন সম্পাদক এস এম ফুয়াদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।