আগৈলঝাড়ায় নিখোঁজ মাদ্রাসা ছাত্র ২০ দিন পর ঢাকায় উদ্ধার


আঞ্চলিক প্রতিনিধি,
মাদ্রাসা ছাত্র নিখোঁজের সংবাদ সবুজবাংলা ডট কমসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশের পর রবিবার রাতে ঢাকা সংসদ ভবন এলাকায় নিখোঁজ ছাত্র ইয়ামিনকে (১২) দেখতে পায় এলাকার পরিচিত এক জন। ওই ব্যক্তি ইয়ামিনকে পেয়ে তার বাবার ফোনে যোগাযোগ করলে ইয়ামিনের বাবা আব্দুল কাদের মৃধা ইয়ামিনকে উদ্ধার করেন।
ইয়ামিন আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামের আব্দুল কাদের মৃধার ছেলে ও উপজেলা সদরের আল জামিয়াতুল নাফিজিয়া আল ইসলামিয়া মার্কাস মাদ্রাসার ৬ষ্ঠ জামাতের ছাত্র। গত ১০জুন ইয়ামিন মাদ্রাসা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। নিখোঁজের ঘটনার পর তার মামা সোহাগ হাওলাদার ২৯ জুন আগৈলঝাড়া থানায় সাধারন ডায়েরী করেন। তবে নিখোজ হওয়ার কোন কারন জানাযায়নি।