আগৈলঝাড়ায় প্রেমে বাধাঁ দেয়ায় দুই স্কুল ছাত্রের বিষপান

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় দুই স্কুলছাত্র বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। তাদেরকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামের কৃষ্ণকান্ত হালদারের ছেলে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র প্রদীপ হালদার (১৫) পাশের গ্রামের একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ কথা প্রদীপের পরিবারের লোকজন জেনে তাকে গালমন্দ করায় অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় তাকেও উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। একইদিন রাতে উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের উত্তম বিশ্বাসের ছেলে কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র কার্ত্তিক বিশ্বাস (১৮) তার পরিবারের কাছে মোবাইল ফোন কেনার জন্য দশ হাজার টাকা দাবী করে। সে তার দাবীকৃত টাকা না পাওয়ায় অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।