বাংলাদেশ তোলাবায়ে মুছলিহীন নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠিত

0
(0)

স্টাফ রিপোর্টার নেছারাবাদ ঝালকাঠীঃ আল-হামদুলিল্লাহ! আমীরুল মুছলিহীন মুহতারম মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুর (মা.জি.আ.) মুহাম্মদ মাহফুজুল আহমেদ তানিমকে সভাপতি, মুহাম্মদ শাহাদাত হোসাইনকে সেক্রেটারী জেনারেল এবং মুহাম্মদ উছামা হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে গত ১৭ই রমযান-১৪৪০হিজরী মোতাবেক ২৩মে’১৯ বাংলাদেশ তোলাবায়ে মুছলিহীন ১৪৪০-৪১হিজরী সেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করেন। পরবর্তিতে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের সেক্রেটারী জেনারেল মুহতারম আযীযাবাদী হুজুরের অনুমোদনে গত ১৯ শাওয়াল- ১৪৪০হিজরী মোতাবেক ২৩ জুন’ ১৯ তোলাবায়ে মুছলিহীনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরুল মুছলিহীন’র একমাত্র ছাহেবজাদা, মুহাম্মদ আযীযুর রহমান ত্বাকী (ছদর ছাহেব হুজুর) এবং মুছলিহীনের কেন্দ্রীয় তোলাবা বিষয়ক সম্পাদক, এস এম শহীদুল ইসলামের উপস্থিতিতে মুছলিহীনের কেন্দ্রীয় মুবাল্লিগ পরিচালক, মাওলানা মুহাম্মদ মনির হোসেন খাঁন তোলাবায়ে মুছলিহীনের ১৪৩৯-৪০ হিজরী সেশনের কমিটির মেয়াদ শেষ হওয়ায় ২০১৯/২০২০ সেশনের ১৭সদস্য বিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
০১/ সভাপতিঃ মুহাম্মদ মাহফুজুল আহমেদ তানিম।
০২/ সহ-সভাপতিঃ মুহাম্মদ আরিফুর রহমান আযাদ।
০৩/ সহ-সভাপতিঃ মুহাম্মদ জহিরুল ইসলাম।
০৪/ সেক্রেটারী জেনারেলঃ মুহাম্মদ শাহাদাত হোসাইন।
০৫/ জয়েন্ট সেক্রেটারী জেনারেলঃ মুহাম্মদ এমদাদুল হক।
০৬/ সাংগঠনিক সম্পাদকঃ মুহাম্মদ উছামা হাওলাদার।
০৭/ সহ-সাংগঠনিক সম্পাদকঃ মুহাম্মদ রফিকুল ইসলাম।
০৮/ তা’লীম সম্পাদকঃ মুহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন।
০৯/ সহ-তা’লীম সম্পাদকঃ মুহাম্মদ মাহবুবুর রহমান।
১০/ অর্থ সম্পাদকঃ মুহাম্মদ মাশাহিদুল ইসলাম।
১১/ দপ্তর সম্পাদকঃ মুহাম্মদ মেহেদী হাসান।
১২/ প্রচার সম্পাদকঃ মুহাম্মদ রাকিবুল ইসলাম।
১৩/ সাহিত্য সম্পাদকঃ মুহাম্মদ আমানুল্লাহ আমান।
১৪/ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদকঃ মুহাম্মদ ইসমাঈল।
১৫/ নির্বাহী সদস্যঃ মুহাম্মদ আযীযুর রহমান ত্বাকী।
১৬/ সদস্যঃ মুহাম্মদ ইব্রাহীম খলীল।
১৭/ সদস্যঃ মুহাম্মদ মুঈনুদ্দিন।

আল্লাহ তা’য়ালা নবগঠিত কমিটির সকল সদস্যকে আমীরুল মুছলিহীনের অনুসরণ-অনুকরণে হযরত কায়েদ ছাহেব হুজুর কেবলা রহ. অনুসৃত পথ ও মতে হযরত রসূলে কারীম স. আদর্শে তোলাবায়ে মুছলিহীন’র লক্ষ-উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে ইক্বামতে দ্বীন ও তাবলীগে দ্বীনের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফীক দান করুক। আমীন।।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.