কমলগঞ্জে বিএমইটি মেধা বৃত্তি পরীক্ষা সমাপ্ত

0
(0)

কমলগঞ্জে বিএমইটি মেধা বৃত্তি পরীক্ষা সমাপ্ত
কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী মুসলিম শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী বিএমইটি মেধা বৃত্তি পরীক্ষা সমাপ্ত হয়েছে। বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের (বিএমইটি) আয়োজনে এই বৃত্তি পরীক্ষায় সিলেট বিভাগের ২২টি প্রাথমিক বিদ্যালয় ও ৮টি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির চারটি বিষয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনটি শ্রেণিতে মোট ২১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। গতকাল বুধবার(৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় এ পরিক্ষা সমাপ্ত হয়েছে।

দু’দিনব্যাপী মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন জগৎসী জি, কে, এম, সাইফুর রহমান বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুরুল ইসলাম, প্রনীত রঞ্জন দেবনাথ, মণিপুরী মুসলিম টিচার্স ফোরামের সভাপতি ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলী, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আব্দুল ওয়াহিদ, মণিপুরী মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি কৃষ্ণ কুমার সিংহ, পৌরী সম্পাদক শিক্ষক সুশীল কুমার সিংহ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.