গৌরনদীতে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ


গৌরনদী প্রতিনিধি
সরকারের উপ আনুষ্ঠানিক শিক্ষা কর্মসূচীর অধীন মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের আওতায় বরিশালের গৌরনদীতে চলমান বয়স্ক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহনকারীদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সোমবার সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের সভাপতিত্বে উপজেল পরিষদ মিলনায়তনে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, সাবেক নারী ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, উপ আনুষ্ঠানিক শিক্ষা কর্মসূচীর বরিশাল বিভাগীয় উপ পরিচালক মোঃ জানে আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহা তানজিন। বক্তব্য রাখেন, প্রকল্পের বার্থী ইউনিয়ন সুপারভাইজার আবুল কালাম আজাদ (সাগর), বাটাজোর ইউনিয়ন সুপার ভাইজার সোহাগ দাস, সরিকল ইউনিয়নের সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।