আগৈলঝাড়ায় বাকাল ইউনিয়নের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

 


আঞ্চলিক প্রতিনিধি,
আগৈলঝাড়ায় বাকাল ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শনিবার সকালে অনুষ্টিত হয়েছে।
উপজেলা সদরের সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক তালুকদারের সভাপতিত্বে টুর্নামেন্ট উদ্বোধন পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোবারক হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা প্রিতীশ বিশ্বাস। টুর্নামেন্টে ছেলেদের ৮টি ও মেয়েদের ৮টিসহ মোট ১৬টি দল অংশ গ্রহন করে।