মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জনপ্রিয় লেখিকার যৌন হেনস্থার অভিযোগ

আহছান উল্লাহ ঃ এবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কার্যত ধর্ষণের অভিযোগ জনপ্রিয় লেখিকার নতুন করে এক মহিলা যৌন হেনস্থার অভিযোগ আনলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। রিয়েল এস্টেট ডেভেলপার হিসাবে ট্রাম্প যখন কাজ করতেন সেই সময় নব্বইয়ের দশকে যৌন হেনস্থা করেন। যে অভিযোগ তিনি করেছেন তাতে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছেন বলেই কার্যত দাবি করেছেন তিনি। নিউ ইয়র্ক ম্যাগাজিনের কভার স্টোরিতে জনপ্রিয় লেখিকা জিন ক্যারোল লিখেছেন নিজের অভিজ্ঞতার কথা। ১৯৯৫-৯৬ সালে ম্যানহাটনে একটি ডিপার্টমেন্ট স্টোরে ঘটনাটি ঘটে। সেইসময়ে ট্রাম্পের স্ত্রী মার্লা মাপেলস। ক্যারোল জানিয়েছেন, ট্রাম্প তাঁকে স্টোরের মধ্যে নিগ্রহ করেন। এক মহিলা বন্ধুর জন্য উপহার কিনছিলেন ট্রাম্প। একটি বডিস্যুট কিনে তা ক্যারোলকে পরে দেখাতে বলেন। তারপরই অভিযোগ, ঝাঁপিয়ে পড়েন ট্রাম্প। হাত চেপে ধরে দেওয়ালে ঠেসে জামাকাপড় খুলতে শুরু করেন। যদিও সম্পূর্ণ ভিত্তিহীন বলে ক্যারলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাজারে নিজের বইয়ের চাহিদা বাড়ানোর জন্যই ওই মহিলা মিথ্যে কাহিনি রটাচ্ছেন বলেও দাবি ট্রাম্পের।
মূলত মহিলাদের স্বার্থরক্ষায় এবং নারী অধিকার নিয়ে মার্কিন পত্র-পত্রিকায় লেখালেখির জন্য জনপ্রিয় ক্যারল। নারী ক্ষমতায়ন নিয়ে তাঁর বহু লেখা বিভিন্ন সময়ে সমাদৃত হয়েছে। বর্তমানে ৭৫ বছর বয়সী ক্যারলের লেখা একটি বই প্রকাশিত হয়েছে। তাতে ওই ঘটনার উল্লেখ করার পরই শোরগোল পড়ে গিয়েছে মার্কিন মুলুকে। এর পর ওয়াশিংটন পোস্টে একটি সাক্ষাৎকারে বিষয়টি ফের উল্লেখ করেছেন ক্যারল। ওয়ান ইন্ডিয়া।