গৌরনদীতে স্কুল ছাত্রীর আত্মহত্যা

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী মডেল স্কুল এন্ড কলেজের অস্টম শ্রেনির ছাত্রী শান্তা ইসলাম (১৪) মঙ্গলবার বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলা নলসিংহরপট্রি গ্রামের মহিউদ্দিন সরদারের কন্যা।
পারিবারিক সুত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে শান্তা ইসলাম বিকেল ৩টার দিকে নলসিংহরপট্রি গ্রামের বসত ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরবর্তীতে বাড়ির লোকজন উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। গৌরনদী মডেল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপ-মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।