কমলগঞ্জে শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরন

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হযেছে। গতকাল (২০ জুন) বৃহস্পতিবার দুপুরে দুবাই প্রবাসী ব্যবসায়ী সমাজ সেবক মো. জহির উদ্দিন কর্তৃক শিক্ষার্থীর মাঝে এ স্কুল ব্যাগ বিতরন করা হয়।
রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে ও এস আই ইমনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন, অধ্যক্ষ নুরুল ইসলাম, প্রবাসী জহির উদ্দিন। এ এস আই সাইদুল ইসলাম, রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আছকন মিয়া, গবর্ধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুিজতা সিনহা। বক্তব্য রাখেন সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ, ব্যবসায়ী বিল্লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ৬০ জন শিক্ষার্থীদেরকে একটি করে স্কুল ব্যাগ প্রদান করা হয়েছে। সাথে অতিথিদেরকে কেস্ট দেওয়া হয়।