স্বরূপকাঠিতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

 

 


হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তানভীর আহম্মেদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহিম খলিল, মৎস কর্মকর্তা এম এম পারভেজ, সমবায় অফিসার হাফিজ আহম্মেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কুদ্দুস, তথ্য অফিসার কামারুন কবির নিপু, স্বাস্থ্য পরিদর্শক ওমর ফারুক হান্নানুর রহমান ও ফার্মাসিষ্ট উজ্জল সিকদার প্রমুখ।