কাউখালীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নৌকা বাইচ

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
কাউখালীতে শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিজয়াদশশীতে প্রতিবছর অয়োজন করা হয় ওই নৌকা বাইচের। শনিবার বিকেলে চিড়াপারা নদীতে স্থানীয় গান্ডতা সার্বজনীন দুর্গা পূজা কমিটির আয়োজনে ওই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্থানীয়সহ ফরিদপুর অঞ্চলের প্রতিযোগিরা অংশ নেন। স্থানীয় কয়েক হাজার মানুষ এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতায় গান্ডতা দল প্রথম, কাউখালীর নাছির তালুকার এর দল দ্বিতীয় ও বড়-বিড়ালজুরী আজম এর দল তৃতীয় স্থান অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নৌকা বাইচ পরিচালনা কমিটির আহবায়ক কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টনের সভাপতিত্বে বক্তব্য বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মৃদুল আহম্মেদ সুমন প্রমুখ। সবশেষে বিজয়ী দলকে অর্থ ও শুভেচ্ছা পুরস্কার বিতরন করা হয়।