ইন্দুরকানিতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় অজ্ঞাত এক নারী গলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার দুপুরে উপজেলার দক্ষিণ ইন্দুরকানি গ্রামের একটি সুপারির বাগানের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তার বয়স ১৫/১৬ হতে পারে। পুলিশ জানান, দক্ষিণ ইন্দুরকানি গ্রামের একটি সুপারির বাগানে রোববার দুপুরে শিশুরা সুপারি কুড়াতে গিয়ে বাগানের মধ্যে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর দুইটার দিকে মরদেহটি উদ্ধার করে। চার থেকে পাঁচ দিন আগে ওই নারীকে হত্যা করে লাশ বাগানের মধ্যে ফেলে রাখা হয়েছে। ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।