কমলগঞ্জে ইয়াবাসহ একজন আটক

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবজারের কমলগঞ্জের শমশেরনগর থেকে ৪ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টায় শমশেরনগর বাজারের একটি কম্পিউটার দোকান আটক করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮টায় উপ-পরিদর্শক আনজির হোসেন বাজারের একটি কম্পিউটারের একটি দোকান থেকে রঘুনাথপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য জমশেদ মিয়ার বড় ছেলে কার চালক শাহীন মিয়া (২৪)কে আটক করেছে। পরে তার পকেট থেকে ৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, মাদক নিয়নস্ত্রণ আইনে একটি মামলা হবে। শনিবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে মৌলভীবজার কারাগারে প্রেরণ করা হয়েছে।