পিরোজপুর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় এক তরুণীকে (১৯) গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি আসাদুল হককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) নয়টার দিকে পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট এলাকা থেকে আসাদুলকে গ্রেফতার করা হয়। আসাদুল হক ইন্দুরকানি উপজেলার কলারোন গ্রামের আশরাফ আলীর ছেলে। ইন্দুরকানি থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সালাম জানান, গত ২৮ মার্চ বাবার সঙ্গে অভিমান করে ওই তরুণী ঢাকা যাওয়ার জন্য স্টিমারে ওঠার জন্য পাশ^বর্তী মোড়েলগঞ্জ যান। স্টিমারঘাটে যাওয়ার আগে স্টিমার ছেড়ে যায়। স্টিমার না পেয়ে রাতে বাড়ি ফেরার পথে পাঁচ যুবক তাকে তুলে নিয়ে পরিত্যক্ত এক বাড়িতে গণধর্ষণ করে। পরদিন এ ঘটনায় ওই তরুণী বাদী আসাদুল হককে প্রধান আসামি করে পাঁচ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর আসাদুল হক পলাতক ছিল।