কমলগঞ্জ ভারতীয় মদসহ একজন আটক

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চৌমুহনা থেকে এক ব্যক্তির বেগ তল্লাশি করে সিগনেচার অফিসার্স চয়েজ ও ব্লু নামের ২০ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৩ জুন) বিকাল সাড়ে ৪টায় শমশেরনগর বাজার চৌমুহনা থেকে আটক করা হয়েছে।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, এ এস আই আয়াজ মাহমুদ ও এ এসআই আব্দুল হামিদ সন্দেহমূলকভাবে মিলন রবিদাসের বেগ তল্লাশি করে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত মদসহ আটক মিলন রবিদাসকে কমলগঞ্জ থানায় নিয়ে যান। আটক ব্যাক্তির বাড়ি শ্রীমঙ্গল উপজেলায়।

এ এসআই আয়াজ মাহমুদ বলেন, মিলন রবিদাস কুলাউড়ার শরীফপুর সীমান্ত দিয়ে এসব ভারতীয় মদ নিয়ে আসছিল। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ দমন আইনে একটি মামলা হলে আটক মিলনকে গ্রেফতার দেখিয়ে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।