কী হতে পারে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ

সবুজবাংলা ডেস্ক: প্রথম দু’ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ব্যাটিং-বোলিং দু’বিভাগেই দেখা গিয়েছে অজিদের দাপট। দুটি ম্যাচেই তিন পেসার-এক স্পিনারে খেলেছে অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধেও কি একই দল হবে! নাকি ওভালের গতি ও বাউন্সকে কাজে লাগানোর জন্য অলআউট পেস আক্রমণে যাবেন ফিঞ্চ!

এ বারের অস্ট্রেলিয়া দলের তিন প্রধান পেসার হলেন স্টার্ক, প্যাট কামিংস ও কুল্টার-নাইল। চতুর্থ পেসার হিসেবে স্কোয়াডে রয়েছেন জেসন বেহেরনড্রফ ও কেন রিচার্ডসন। অতিরিক্ত স্পিনার হিসেবে লিওঁও রয়েছেন স্কোয়াডে। তবে স্টয়নিস থাকায় অস্ট্রেলিয়ার পেস আক্রমণে সুবিধে হচ্ছে। ফলে এক স্পিনার খেলাতে পারছে তারা। অন্যদিকে ভারতের বিরুদ্ধে লেগ স্পিনার জাম্পার রেকর্ড ভালো। তাই তিন পেসারের সঙ্গে জাম্পাকেই খেলাতে পারে ম্যানেজমেন্ট। অর্থাৎ অজি দলে পরিবর্তনের সম্ভাবনা নেই। সৌজন্যে দ্যা ওয়াল ব্যুড়ো