গোয়া এয়ারপোর্টে আগুন

সবুজবাংলা ডেস্ক: শনিবার দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য বন্ধ করে দিতে হল গোয়া বিমান বন্দর। এদিন দুপুরে বিমান বন্দর থেকে একটি যুদ্ধবিমান ওড়ার সময় তার জ্বালানির ট্যাঙ্ক খুলে পড়ে যায়। রানওয়েতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। বাধ্য হয়েই অন্যান্য বিমানের ওঠানামা বন্ধ করে দিতে হয়। অনেক পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নৌবাহিনীর মুখপাত্র ক্যাপটেন ডি কে শর্মা বলেন, একটি মিগ ২৯ কে বিমান ওড়ার সময় দুর্ঘটনা হয়। তবে বিমানটির কোনও ক্ষতি হয়নি।
গোয়ার অর্থনীতি পর্যটনের ওপরে অনেকাংশে নির্ভরশীল। এখানে বহু ভ্রমণার্থী আসেন বিমানে চড়ে। বিস্তারা এয়ারলাইন্স টুইট করে বলেছে, দুর্ঘটনার জন্য তাদের দু’টি বিমান উড়তে দেরি হয়েছে। একটি বিমানের দিল্লি ও অপরটির মুম্বইতে যাওয়ার কথা ছিল।
গোয়া বিমান বন্দরে অসামরিক ও সামরিক, দু’রকম বিমানই চলাচল করে। সৌজন্যে দি ওয়াল ব্যুড়ো