আগৈলঝাড়ায় ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেফতার।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
আগৈলঝাড়ায় প্রবাসীর গৃহবধু ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী আলী আজগর নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
থানার ওসি মো. আফজাল হোসেন জানান, উপজেলার পূর্ব গোয়াইল গ্রামে এক প্রবাসী স্ত্রী’কে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিলো স্থানীয় খালেক মোল্লার ছেলে আলী আজগর মোল্লা (৩৯)। আলী আজগরের কু-প্রস্তাবে ওই গৃহবধু রাজি না হওয়ায় সোমবার (৩ জুন) গভীর রাতে ওই গৃহবধু প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাইরে গেলে আলী আজগর তাকে ঝাপটে ধরে এবং ধর্ষণ চেষ্টা চালায়। গৃহবধুর ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে আলী আজগর দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে ৪জুন থানায় মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৈয়বুর রহমান অভিযুক্ত আলী আজগরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।