গৌরনদীর জাগ্রত বিবেক তারুণ্যের পক্ষ থেকে ঈদ উপহার

শান্ত পথিক গৌরনদী প্রতিনিধি// বরিশালের গৌরনদীর এক ঝাক তরুন আর কিশোরসেচ্ছাসেবকদের সম্পূর্ন ব্যাক্তিগত সহযোগিতায় গত দুই বছর ধরে রোজার ঈদে গরীব এতিম শিশু,অসহায় বৃদ্ধের মুখে হাসি ফোটানোর একটি ছোট্ট প্রচেষ্টা জাগ্রত বিবেক তারুণ্যের ।
সংগঠনের একটি সুত্র জানায় ২৫.০৫.২০১৯ তারিখ শুক্রবার (২৫ রমজান) আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা খুব সফলভাবে এই কাজটি এ বছর করতে পেরেছি। গরীব শিশু,বৃদ্ধা ও এতিমদের জন্য কিছু একটা করতে পেরেছি। এর মধ্যে ৩৩ জন এতিম শিশুদের জন্য পাঞ্জাবি মেয়েদের জন্য ৭টি ফ্রোগ, ২০ জনকে লুঙ্গি, ২০ জনকে শারী কাপড় মোট ৮০ জনকে আমরা ঈদ উপহার দিয়েছি। এই প্রচেষ্টায় পিছনে শ্রম আমাদের থাকলেও আর্থিক সহযোগিতা করেছেন অনেকেই। জাগ্রত বিবেক তারুণ্যের পক্ষ থেকে এরা মানুষের জন্য করতে জানে,তাদের পাশে দাড়াতে জানে। আগামীতে আরো ব্যাপকভাবে এ প্রচেষ্টা চালাতে আমারা অঙ্গিকারাবদ্ধ আপনিও আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমরা প্রানপন চেষ্টা করব আমাদের অঙ্গিকার মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, জয় হোক মানবতার।